ফ্রিতে ট্রিকবিডির ব্লগার থিম ডাউনলোড।

আমরা প্রায় ট্রিকবিডি সাইটের সাথে পরিচিত। বাংলাদেশের মধ্যে অনেক নামি এই
সাইট।
যেখানে দেয়া হয় অনেক রকম সুবিধা। যেমন, যে কেই সে সাইটের টিউনগুলো
পড়তে পারে। বিষেশ করে যারা ওয়েবডিবলোপার হতে চাই তাদের জন্য অনেক
গুরুত্বপূর্ন এই সাইট।
যে কেউ রেজিষ্টেন করে পোষ্ট করতে পারে। এ থেকে সে কিছু ইনকাম ও করতে পারে
ইত্যাদি। তো এই সাইটে এর সুনাম খ্যাতি বলেই সবাই মোটামুটি এই সাইটকে ভালো করে
বাসে। আমরা সবাই চাই যে ট্রিকবিডির মত আমি ও একটা সাইট তৈরি করি। তো
ট্রিকবিডি একটি ওয়াডপ্রেস সাইট হওয়ায় ওয়াডপ্রেস ব্যবহার কারিরা এটি সহজে
তৈরি করতে পারে। এক্ষেত্রে আপনি গুগলে ট্রিকবিডি থিম লিখে সাচ করলেই
পেয়ে যাবেন। ট্রিকবিডি ওয়াডপ্রেস,ওয়াপকিজ ইত্যাদি থিম পাবেন। কিন্তু এএক্ষেত্রে আপনি পেতেও পারেন কারণ গুগল এমন এক জিনিস যেখানে পাওয়া যায় না এমন কিছু নেই সুতরাং আমাদের এটাও তো একসময় গুগলে যাবে তাহলে তো তখন সার্চ করলে এটাও পাওয়া যাবে তার মানে বুঝতেই পারতেন গুগলে মোটামুটি সব কিছুই আছে তবে কম বেশি এক্ষেত্রে ট্রিকবিডির ব্লগার একটু কমেই পাওয়া যায় তাই আপনাদের কাছে শেয়ার করলাম। ট্রিকবিডি ব্লগার থিম পাওয়ার সম্ভাবনা কম।
তাই আমি আপনাদের কাছে এই থিমটি শেয়ার করার উদ্দেশ্যে এই পোষ্ট টি লিখতে বসেছি।
এই সাইটে এটি আমার প্রথম পোষ্ট তাই ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর কমেন্ট এর মাধ্যমে ধরিয়ে দেয়ার চেষ্টা করবেন। শুধরে নেয়ার চেষ্টা করব।
কারন, যে ভূল করে সে মানুষ, আর যে ভূল থেকে শিক্ষা নেয়ানা সে শয়তান।
যাই হোক, আপনাদের কাছে যে থিমটি শেয়ার করব তার বিস্তারিত। শেয়ার করার আগে অবশ্যই জানিয়ে রাখি আমরা এখানে সরাসরি থিম শেয়ার করছি না আমরা আপনাদের ট্রিকবিদের কোড গুলো শেয়ার করছি এবং সাথে কিভাবে কোড গুলো কে কাজে লাগাবেন তাও দেখিয়ে দেওয়া হচ্ছে এই লিংকে গিয়ে টেমপ্লে কোড গুলা কপি করে আনুন। https://github.com/alsayeedar/trickbd-blogger-template/blob/main/trickbd-blogger-template.xml প্রথমে আপনার ব্লগার সাইটের প্যানেলে যানতারপর সেখানে Theme নামক একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তারপর নিচের স্ক্রিনশট এর মত Customize এর নিচে ছোট্ট একটি আইকন আছে তারপরে ক্লিক করুন
তারপর Edit Html নামে অপশনটিতে ক্লিক করুন। এবার যে কোড গুলো দেখতে পাচ্ছেন সেই কোডগুলোকে সম্পূর্ণ কেটে দিন এবং উপরের দেওয়া কোড গুলোকে পেস্ট করে দিন। যে কোন সমস্যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আশা করি পোস্টটি ভালো লেগেছে।

What are you thinking?
NB: কমেন্ট করতে ইমেইল ব্যবহার করুন।

Post a Comment (0)
Previous Post Next Post