ব্লগার সাইটে পপ আপ youtube চ্যানেল সাবস্ক্রাইব বাটন যুক্ত করুন। Add pop up subscribe button on blogger site.

আসসালামু আলাইকুম, বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাদের উদ্দেশ্যে লিখতে পারলাম ভেবে খুব ভালো লাগলো। যাদের ব্লগার ওয়েবসাইট আছে পোস্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যাদের নাই তারাও চাইলে পোস্টটি থেকে কিছু শিখতে পারবেন অথবা পরবর্তীতে যখন একটি সাইট তৈরি করবেন তখন কাজে লাগাতে পারবেন। আরো পড়ুন - ফ্রিতে ট্রিকবিডির ব্লগার থিম ডাউনলোড। আপনার যদি একটি ব্লগার ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করার সিস্টেম চালু করতে পারেন। অর্থাৎ ওয়েবসাইটে গেলেই আপনার ইউটিউব চ্যানেলের নাম সামনে ভেসে উঠবে এবং সাবস্ক্রাইব করতে বলবে তখন ওয়েবসাইটের ভিজিটরগণ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলের সরাসরি চলে যেতে পারবে এবং সাবস্ক্রাইব করতে পারবে। আশা করি পোস্টের মূল বিষয় বুঝে গিয়েছেন
পপ আপ সাবস্ক্রাইব বাটন কি এটা এমন একটা স্ক্রিপ্ট যা আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে সাহায্য করবে। ওয়েব সাইটে গিয়ে scrol করলে মূলত নিচে টা ভেসে থাকবে । এটা মূলত একটা স্ক্রিপ্ট এর মাধ্যমে করা যায় শুধু ব্লগার সাইটের জন্য প্রযোজ্য। অর্থাৎ ব্লগার এর জন্য খুবই গুরুত্বপূর্ণ পোস্ট। ব্লগার পপ আপ সাবস্ক্রাইব বাটন অ্যাড করার নিয়ম বর্তমান এরকম সিস্টেমে অধিকাংশই ইউটিউবাররা তাদের ইউটিউব চ্যানেল ওয়েবসাইটের মাধ্যমে মনিটাইজেশন করছে। ওয়েব সাইটে যদি ভালো ভিজিটর থেকে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল ভালো সাবস্ক্রাইবার নিতে পারবেন। তাও আবার খুবই সহজে অর্গানিক সাবস্ক্রাইবার অথবা ভিউয়ার যে কোন কিছুই নিতে পারবেন আর কি। পপ আপ সাবস্ক্রাইব বাটন এড করলে কি সমস্যা হবে পপ আপ সাবস্ক্রাইব বাটন এড করলে আপনার কোন রকম সমস্যা হবে না। এটা সম্পূর্ণ এডসেন্স ফ্রেন্ডলি, ওয়েবসাইট ফ্রেন্ডলি,SEO ফ্রেন্ডলি। এর জন্য আপনাকে কোন রকম সমস্যা পোহাতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। আরো বিস্তারিত লিখলাম না। চলে যাবো সরাসরি কিভাবে সাবস্ক্রাইব বাটন এড করবেন। এখন আসি আপনার ব্লগার ওয়েবসাইটে কিভাবে পপ আপ সাবস্ক্রাইব বাটন এড করবেন কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইটে এই সাবস্ক্রাইব বাটন স্ক্রিপ্টটি আপলোড করবেন তা স্টেপ বাই স্টেপ নিচে দেখানো হলো। ব্লগার ডাসবোর্ডে লগইন ব্লগার সাইটে গিয়ে লগইন অপশন এ ক্লিক করে পাসওয়ার্ড ইমেইল দিয়ে লগইন করে নিবেন। এরপর যে সাইটে সাবস্ক্রাইব বাটনটি এড করবেন সেই সাইটের ড্যাশবোর্ডে যাবেন। Theme অপশনে ক্ল িক করুন
customize এর নিচের অপশনে ক্লিক করুন
Edit Html অপশনে ক্লিক করুন
নিজের স্ক্রিনশটের মতো বডি ট্যাগ এর ক্লোজিং ট্যাগটা খুঁজে নিন। না খুঁজে পেলে ক্রোম ব্রাউজারের থ্রি ডট আইকনে ক্লিক করে search page আফসানা ক্লিক করে খুব সহজেই খুঁজে নিতে পারবেন।বডি ক্লোজিং ট্যাগের ঠিক আগে স্ক্রিপ্ট টি পেস্ট করে দিবেন । Download Link পেস্ট করার পর থিম সেভ করে নিবেন।
সঠিকভাবে করতে পারলে নিজের স্ক্রিনশট এর মত সাবস্ক্রাইব বাটনটি ভেসে থাকবে।
আরো পড়ুন - যেভাবে আপনার ব্লগার সাইটে ট্রান্সলেট বার যুক্ত করবেন। আরো পড়ুন - কিভাবে free তে আপনার ওয়েবসাইটের জন্য একটি android app create করবেন। আশাকরি পোস্টটিকে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারলাম। যদি পোস্টে বিন্দুমাত্র ভুল থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। পোস্ট থেকে বিদ্যমান হলে ধন্যবাদ না জানিয়েও যাবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • MD Mahabub Alam
    MD Mahabub Alam September 27, 2023 at 2:34 PM

    Any problem?

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

BanglaTricks2 এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url