কিভাবে free তে আপনার ওয়েবসাইটের জন্য একটি android app create করবেন।

আসসালামু আলাইকুম
অনেকেই ভাবেন "আমি যদি কোনো একটা এপ তৈরি করতে পারতাম? অথবা আমার সাইটের যদি একটা এপ থাকত। তারা হয়তো দেখা যায় কেউ মোটামুটি পারেন। কারন, হয়ত গাইডলাইন জানা থাকেন অথবা পকেট ফাকা। এই পোষ্ট পড়লে আপনার মানি খরচ হবে না সাথে কোন গাইডলাইন জানতে হবেন। সম্পূর্ন ফ্রি এবং সহজে। এই পোষ্টটি হয়তো আপনার জন্য মাস্টবি ইমপটেন্ট। আপনার যদি কোন ওয়েবসাইট থেকে থাকে তাহলে তো এই পোষ্ট আপনার জন্যই। যেহেতু ফ্রি আপনি চাইলে যে কোন সাইটের জন্য তৈরি করতে পারেন। এমনকি ওয়াপকিজের জন্য ও। সাধারনত অনলাইনে অনেক কোম্পানি আছে যারা টাকার বিনিময়ে ওয়েবসাইটের জন্য এপ তৈরি করে। যেটা অনেক বড় অংকে টাকা। আমার দেখা মতে একটা বিদেশি কোম্পানি 46 ডলার এ একটা এপ তৈরি করে দেয়। 46 ডলার হল বর্তমানে বাংলাদেশ প্রায় 4500 টাকার চেয়েও বেশি অথাৎ বুঝতেই পারছেন কতটা বেশি রেট। তবে আমি মনে করি প্রফেশনাল ভাবে যদি কোন এপ ভালো ভাবে তৈরি করতে চান তাহলে এরকমই খরচা হবে। কারন যত কম দামি জিনিস তত ভালো হওয়ার সভ্বাবনা কম। যত লো কোয়ালিটির মাল তত ভেজার যুক্ত হবে। আর যত বেশি দাম মাল হাই কোয়ালিটির দামও হবে হাইকোয়ালিটির। আবার কিছু কিছু কোম্পানি আছে খারাপ পন্য ও বেশি দাম চায় যাতে ক্রেতা সেটাকে ভালো পন্য ভাবে। উদাহরন হিসেবে আপনার যদি ছোট ভাই অথবা ছেলে থাকে। তার জন্য একটা শাট অথবা পেন্ট কিনবেন। আপনি দোকানে ডুকলেন বিক্রেতাকে আপনার ছোট ভাই অথবা ছেলের জন্য একটি শাট অথবা পেন্ট দেখাতে বললেন। সে অনেকগুলো শাট বা পেন্ট বের করল। এবার আপনি অথবা বিক্রেতা আপনার ছেলে অথবা ভাইকে জিজ্ঞেস করবে "তোমার কোনটি পছন্দ? সে তখন একটু জকজকেটাই পছন্দ করবে। শিশুরা সাধারনত ঝকঝক করা যে কোন জিনিসই পছন্দ করে। তো আপনি বিক্রেটকে জিজ্ঞেস করলেন যে ঝকঝকে বা শিশুর পছন্দ শাট বা পেন্টটির মূল্য কত? সে বলল ৮ শ টাকা। এখন আপনি শিশুর অপছন্দ একটি নিয়ে বললেন ' এটা কত? তখন সে বলল ৪ শ টাকা বা ৮ টাকার কম। এবার দেখেন মাল কিন্তু একই। শিশুর পছন্দের টার দাম বেশি আর অপছন্দের টার দাম কম। শিশুর পছন্দেরটার দাম বেশি কেন? কারন ব্যবসায়ীরা জানেন শিশু যেটা চেয়ে বসে বাবা অথবা বড় ভাই সেটা না দিয়ে উপায় নেই। আর শিশুর অপছন্দের টার দাম কম কেন? কারন ব্যবসায়ী জানে শিশু এটা কখনো নিবেন। এটার দাম কম চেয়ে বুঝিয়েছে যে আসলেই পছন্দেরটার দাম বেশি। আপনি যদি লক্ষ করেন তাহলে দেখবেন অন্য সময় শিশুর পছন্দেরটার মুল্য কম অপছন্দের মূল্য বেশি। বুঝতেই পারছেন ব্যবসায়ীরা কত চালাক। আপনি কখনো যদি ছোট বাচ্চাদের নিয়ে কিছু ক্রয় করতে যান তাহলে এই ফাদে কখনো পড়বেননা। তো এর ধারা আমি বুঝাতে চেয়েছিলাম কিছু কিছু ক্ষেত্রে অনেক মূল্য দিয়ে আপনি একটি অ্যাপস তৈরি করছেন কিন্তু দেখা গেল সেই অ্যাপসটি খুব অসুবিধার। তাই অবশ্যই দেখেশুনে ভালো কোম্পানির দাঁড়া অ্যাপসটি তৈরি করবেন। এত কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে আসিকিভাবে ফ্রিতে একটি অ্যাপস তৈরি করবেন

যা যা প্রয়োজন

১.512+512 সাইজের আপনার সাইটের লোগো ‌। ২.720+1280 সাইজের আপনার সাইটের হোম ফটো যেটা অ্যাপসে ঢোকার সাথে সাথেই দেখাবে। ৩. email ৪. আপনার সাইটের লিংক। এগুলো সংগ্রহ করা হলে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন এবং নিচের স্ক্রিনশট এর মত কাজ করুন Click Here
সঠিকভাবে কাজ করা হলে কয়েক মিনিটের মধ্যে আপনার জিমেইলে তারা আপনার অ্যাপস এর ডাউনলোড লিংক দিয়ে দিবে। না বুঝলে নিচের স্ক্রিনশট দেখুন। লিংক এ ডুকে অবশ্যই ডাউনলোড করে নিবেন।
আজ এই পর্যন্তই। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি পরবর্তী সময়ে আরো প্রয়োজনীয় পোস্ট নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ

3 Comments

What are you thinking?
NB: কমেন্ট করতে ইমেইল ব্যবহার করুন।

Post a Comment
Previous Post Next Post