অসাদু লোকজনের ফেসবুক আইডি মুছে ফেলার উপায়।

কিভাবে আসাদু লোকজনের ফেসবুক আইডি নষ্ট করে দিবেন…..
অন্যের ফেসবুক আইডি থেকে যখন তখন নোংরা পোস্ট,ভিডিও ছবি,বিভিন্ন কিছু আপলোড করে একজন আরেকজনের প্রতি বিভিন্ন ভাবে অসত্য প্রকাশ করে দেয়। যা একজন মানুষের ক্ষেত্রে মোটেও উচিত নয়। সেক্ষেত্রে আপনি এই বিরক্তিকর অবস্থা থেকে বাঁচতে চাইলে আপনাকে সঠিক নিয়ম নীতি অনুসরণ করে ফেসবুক আইডি রিপোর্ট করে নষ্ট করে দিতে পারেন।এই কাজটি করার জন্য নিচে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যে গুলো পড়লে আপনি আরো সঠিকভাবে খুব সহজে আপনার রিপোর্ট অনুযায়ী আপনার সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। ফেসবুক রিপোর্ট কি ? ফেসবুক রিপোর্ট হচ্ছে এক কথায়, এক ধরনের কাজ, আপনার ফেসবুক আইডি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ভাবে আর অন্যের আইডি থেকে অথবা ফেক আইডি থেকে বিভ্রান্তিমূলক পোস্ট ছবি ভিডিও অশ্লীল কথা কার্যকলাপ এবং ব্লাকমেইল করা এবং সম্পূর্ণ বেআইনি মূলক পোস্টগুলো প্রতিনিয়ত আপনাকে বিরক্তিকর বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলছে। এক্ষেত্রে আপনি উক্ত বিষয় গুলো বন্ধ করার ক্ষেত্রে ফেসবুক টিমের কাছে রিপোর্ট প্রদান করবেন। উক্ত রিপোর্টকে বলা হয় ফেসবুক রিপোর্ট। ফেসবুক রিপোর্ট কিভাবে কাজ করে তা দেখুন ফেসবুক রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আপনি যখন ফেসবুক টিমের কাছে আপনার রিপোর্ট পেশ করবেন তখন অত্যন্ত সতর্কতার সহিত এবং উপযুক্ত প্রমাণ এর মাধ্যমে আপনার রিপোর্টটি যাচাই-বাছাই করবে।সেক্ষেত্রে আপনার রিপোর্ট সঠিক হলে, সর্বোচ্চ সতর্কতার শহীদ ফেসবুক টিম আপনার রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে কাজ করে থাকবে। কিন্তু যদি আপনার তথ্য একটু ভুলভ্রান্তি হয়ে যায়, সে ক্ষেত্রে আপনি অর্থাৎ আপনার ফেসবুক আইডি বন্ধ করে দিতে পারে। সে ক্ষেত্রে খেয়াল রেখে সঠিক তথ্য আপনাকে উপস্থাপন করতে হবে। ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম দেওয়া হলঃ মনে রাখবেন, ফেসবুক আইডিতে রিপোর্ট করার সময় যে বিষয়গুলি আপনাকে প্রতিনিয়ত বিভ্রান্তি করে বেড়াচ্ছে এবং আপনাকে বিরক্তিকর অবস্থার মধ্যে ফেলে রেখেছে, সেই বিষয়ে সঠিকভাবে উপস্থাপন করে আপনাকে ফেসবুক টিম নিচে উপস্থাপনকৃত নিয়ম অনুযায়ী আপনাকে রিপোর্ট করতে হবে। সে ক্ষেত্রে তারা সঠিক যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে সঠিক তথ্য পেলে সাথে সাথে আপনার ফেক আইডি তথা বিরক্তিকর আইডিটি সম্পূর্ণরূপে বন্ধ করে দিবে কিংবা আপনাকে বিরক্তিকর যে বিষয় সেই বিষয়ে তারা পার্মানেন্টলি ডিলিট করে দিবে। অন‍্যের অ্যাকাউন্ট নষ্ট করার নিয়ম এখানে ফেক অ্যাকাউন্ট বলতে আপনার ফেসবুক আইডির পরিবর্তে বিকল্প কোন আইডি দিয়ে ফেসবুক পরিচালনা করলে এবং মিথ্যা তথ্য বিভ্রান্তিমূলক তথ্য অশ্লীল ভিডিও ছবি ইত্যাদি বিভিন্ন তথ্য দিয়ে যদি কোন অ্যাকাউন্ট আপনি নষ্ট করতে চান। সেক্ষেত্রে আপনাকে এই নিয়ম ফলো করতে হবে। 1. Login Facebook account লগ ইন ফেইসবুক একাউন্ট। প্রথমত আপনার ফেসবুক প্রোফাইলে আপনার ফেসবুক অ্যাপ চালু করে আপনার প্রোফাইল ওপেন করুন। 2. Go to to reporting ID রিপোর্ট কৃত আইডি। এখন আপনি যে আইডি সম্পর্কে রিপোর্ট করতে চান উক্ত রিপোর্ট কৃত আইডি ফাইল ওপেন করেন। 3. icon option or 3 dot আইকন অপশন বা থ্রি ডট। আপনাকে রিপোর্টিং আইডি ওপেন করে উক্ত আইডির ঠিক উপরে ডানদিকে আইকন অপশন বা থ্রি ডট এ ক্লিক করুন। 4. Find support or report profile। এরপর আপনার সামনে একটি পেজে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে আপনাকে Find support or report profile এ ক্লিক করতে হবে। 5. Fake Account। এরপর আপনার একটি পেইজ আসবে যেখানে অনেকগুলো অপশন থাকবে সেখান থেকে আপনাকে Fake Account এ ক্লিক করতে হবে। 6. এরপর নিচে দেখুন সাবমিট অপশন উল্লেখ করা আছে সেই বাটনে ক্লিক করতে হবে তারপর আপনার সামনে ডান অপশনটি চলে আসবে আপনি ডান করলে মোটামুটি আপনার কাজ শেষ। তারপর ফেসবুক কর্তৃপক্ষ বা টিম আপনার প্রকাশিত রিপোর্ট সম্পর্কে সঠিক তথ্য বা যাচাই-বাছাই করে দ্রুততার সহিত আপনার সমস্যা সমাধান করে দিবে সবকিছু ঠিক থাকলে।

1 Comments

What are you thinking?
NB: কমেন্ট করতে ইমেইল ব্যবহার করুন।

Post a Comment
Previous Post Next Post